বাসস ক্রীড়া-১০ : ক্রোকে পেছনে ফেললেন টেইলর

128

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-ওয়েলিংটন টেস্ট
ক্রোকে পেছনে ফেললেন টেইলর
ওয়েলিংটন, ১১ মার্চ ২০১৯ (বাসস) : ওয়েলিংটন টেস্টে বাংলাদেশের বিপক্ষে দলের প্রথম ইনিংসে ডাবল-সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের রস টেইলর। ২১১তম বলে ডাবল-সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ২০০ রানে থেমে যান তিনি। এটি ছিলো তার ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি ও তৃতীয় ডাবল সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও নিজের মেন্টর প্রয়াত মার্টিন ক্রোকে পেছনে ফেললেন টেইলর।
বর্ণাঢ্য ৭৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৭টি সেঞ্চুরি করেছিলেন ক্রো। আর নিজের ৯২তম টেস্ট ম্যাচে ১৮তম সেঞ্চুরি করেনটেইলর। তাই সেঞ্চুরির দিক দিয়ে ক্রোকে পেছনে ফেলেন টেইলর। সেই সাথে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন টেইলর। এই তালিকায় সবার উপরে আছেন বর্তমান অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭২ ম্যাচে ২০টি সেঞ্চুরি করে সবার উপরে উইলিয়ামসন।
ক্রোকে টপকে যাওয়া ইনিংসে ২১২ বল মোকাবেলা করে ১৯টি চার ও ৪টি ছক্কা মারেন টেইলর।
বাসস/এএমটি/১৬০৫/মোজা/স্বব