বাসস ক্রীড়া-৭ : নাদাল, ফেদেরার তৃতীয় রাউন্ডে উন্নীত

149

বাসস ক্রীড়া-৭
টেনিস-ইন্ডিয়ান ওয়েলস
নাদাল, ফেদেরার তৃতীয় রাউন্ডে উন্নীত
ইন্ডিয়ান ওয়েলস (যুক্তরাষ্ট্র), ১১ মার্চ ২০১৯ (বাসস) : ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন বিশ্বের দুই নম্বর তারকা রাফায়েল নাদাল ও সুইস সেনসেশন রজার ফেদেরার। নাদালের তুলনায় ফেদেরারের জয়টা কিছুটা কঠিন হলেও টুর্ণামেন্টের ষষ্ঠ শিরোপা জয়ে সুইস তারকার লক্ষ্য সুনির্দিষ্টই রয়েছে।
তিনবারের ইন্ডিয়ান ওয়েলস বিজয়ী নাদাল মাত্র ৭২ মিনিটে স্বাগতিক জেয়ার্ড ডোনাল্ডসনকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। অন্যদিকে ফেদেরার প্রথম সেটে ৬-১ গেমে জয়ী হলেও দ্বিতীয় সেটে জার্মান পিটার গোজোচিকের বিপক্ষে ৭-৫ ব্যবধানের কষ্টার্জিত জয় তুলে নেন। শীর্ষ বাছাই নোভাক জকোভিচের সাথে সবচেয়ে বেশি সংখ্যক শিরোপা জয়ের লক্ষ্যে ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে লড়াইয়ে নেমেছেন সুইস তারকা ফেদেরার।
দ্বিতীয় সেটে চতুর্থ বাছাই ফেদেরার বিশ্বের ৮৫তম র‌্যাঙ্কধারী গোজোচিকের কাছে ৩-১ গেমে পিছিয়ে পড়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটটি টাই ব্রেকে না গড়ানোয় স্বস্তি ফিরে পেয়েছেন ফেদেরার। ব্রেক পয়েন্ট রক্ষা করে, নিজে ব্রেক পয়েন্ট আদায় করে সেটে ৪-৪এ’ সমতা ফিরিয়েছিলেন। এ সম্পর্কে ফেদেরার বলেছেন, দ্বিতীয় সেটে হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলায় সেই সুযোগটি সে নিয়েছে। কারন সে সার্ভিস ভাল করছিল। সুইংয়ের কারনে সার্ভিসগুলো ধরা কঠিন হয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সেটটি জিততে পেরে আমি দারুন খুশী।’
পরের রাউন্ডে ফেদেরারের প্রতিপক্ষ সতীর্থ ও বন্ধু স্ট্যান ওয়ারিঙ্কা। ইনজুরির সাথে দীর্ঘদিন লড়াই করা তিনবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ওয়ারিঙ্কা টুর্ণামেন্টে অবাছাই খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। দ্বিতীয় রাউন্ডে ওয়ারিঙ্কা হাঙ্গেরীর ২৯তম বাছাই মারটন ফুকসোভিকসকে ৬-৪, ৬-৭ (৫/৭), ৭-৫ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন।
এই নিয়ে চলতি বছর তৃতীয় টুর্নামেন্টে খেলছেন নাদাল। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচের কাছে পরাজিত হবার পর আকাপুলকোতে একটু আগে ভাগেই বিদায় নেন। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ আর্জেন্টাইন দিয়েগো শোয়ার্টজম্যান। স্পেনের রবার্তো কারব্রেলেসকে ৬-৩, ৬-১ গেমে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন শোয়ার্টজম্যান। আর্জেন্টাইন ২৫তম বাছাই এই খেলোয়াড়ের বিপক্ষে নাদালের জয়ের পরিসংখ্যান ৬-০।
বাসস/নীহা/১৫৫০/মোজা/স্বব