বাসস বিদেশ-১ : ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সাথে যুক্ত সংগঠনের অন্তত ১৯ কর্মী নিহত

310

বাসস বিদেশ-১
ইথিওপিয়া-কেনিয়া
ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সাথে যুক্ত সংগঠনের অন্তত ১৯ কর্মী নিহত
জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১১ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ইথিওপিয়ার আদ্দিস আবাবার কাছে রোববার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের সাথে যুক্ত বিভিন্ন সংগঠনের অন্তত ১৯ কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘ অভিবাসন সংস্থার প্রধান একথা জানান। খবর এএফপি’র।
কর্র্র্তৃপক্ষ জানায়, আদ্দিস আবাবা ছেড়ে যাওয়ার পরপরই বোয়িং ৭৩৭ বিধ্বস্ত হয়ে এর ১৫৭ আরোহীর সকালেই নিহত হন। সেখানে জাতিসংঘের একটি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রধান অ্যান্টোনিও ভিটোরিনো বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে যে এই দুর্ঘটনায় জাতিসংঘের সাথে যুক্ত এমন বিভিন্ন সংগঠনের ১৯ কর্মী নিহত হয়েছেন।’
তিনি বলেন, মর্মান্তিক এই দুর্ঘটনায় আইওএম ছাড়াও বিশ্ব খাদ্য কর্মসূচি, জাতিসংঘ শরণার্থী সংস্থা, বিশ্বব্যাংক, জাতিসংঘ পরিবেশ সংস্থা ও অন্যান্য সংস্থার সহকর্মীরা প্রাণ হারিয়েছেন।
ওই বিমানে আইওএম স্টাফদের মধ্যে এ্যানে ফিগল ছিলেন। তিনি সুদানে সংস্থাটির মিশনে কাজ করতেন।
বাসস/ কেএআর/১০১৫/এমএজেড