বাসস দেশ-২৬ : সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত

300

বাসস দেশ-২৬
আকতারুজ্জামান-জানাজা
সাবেক সংসদ সদস্য আকতারুজ্জামান বাবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ১০ মার্চ, ২০১৯ (বাসস) : ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান বাবুলের নামাজে জানাজা আজ রোববার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি গতকাল শনিবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
আকতারুজ্জামান বাবুল ফরিদপুর-৩ আসন থেকে ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৫৭ সালের ২ জুন ফরিদপুরের ভাঙ্গায় জন্মগ্রহণ করেন।
মরহুমের নামাজে জানাজায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ আতিউর রহমান আতিক, সংসদে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিরোধী দলীয় চীফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গাঁ, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কমচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ শরীক হন।
জানাজার আগে মো. মসিউর রহমান রাঙ্গাঁ প্রয়াতের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
জানাজা শেষে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষে হুইপ আতিউর রহমান আতিক মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা ও চীফ হুইপ বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাসস/সবি/এমএন/২০৪৮/এএএ