বাসস দেশ-২৩ : বস্ত্রখাতে দক্ষ জনবল তৈরিতে প্রতিটি জেলায় ইন্সটিটিউট তৈরী করা হবে : পাটমন্ত্রী

308

বাসস দেশ-২৩
বস্ত্রমন্ত্রী-নবীনবরণ
বস্ত্রখাতে দক্ষ জনবল তৈরিতে প্রতিটি জেলায় ইন্সটিটিউট তৈরী করা হবে : পাটমন্ত্রী
ঢাকা, ১০ মার্চ, ২০১৯ (বাসস) : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক বিশ্বে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ করে বলেছেন, বস্ত্র খাতের উন্নয়নে দক্ষ জনবল তৈরিতে দেশের প্রতিটি জেলায় ইন্সটিটিউট তৈরী করা হবে।
আজ সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের বস্ত্র খাতে বহু বিদেশি প্রকৌশলী কাজ করছে। যাদের মজুরী খুব বেশী। দক্ষ জনবল তৈরীর মাধ্যমে এখাতে বিদেশি প্রকৌশল নিভর্রতা কমাতে হবে। দেশের বস্ত্র প্রকৌশলদের আরো দক্ষ জনবল হিসেবে প্রস্তুত করতে হবে। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে নিজেদের আরও স্বনিভর্র হতে হবে।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বহুমুখি শিক্ষার উন্নয়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশের ফ্যাশন ডিজাইনাররা নতুন নতুন পোষাকের নকশা তৈরী করছে। ডিজাইনারদের উচিত আরও উন্নত ডিজাইনের বস্ত্র তৈরীতে মনোনিবেশ করা। তাহলে দেশের পণ্যের যেমন মান বাড়বে, তেমনিভাবে ক্রেতাদের কাছে এসব পণ্যের কদরও বাড়বে।
তিনি আরও বলেন, বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে খুব দ্রুত পৌঁছে যাবে। আর এ উন্নয়নের প্রধান হাতিয়ার হবে বস্ত্রখাত।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চের (নিটার) অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিটিএমসি চেয়ারম্যান বি. জে. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমএন/১৯৫২/এবিএইচ