সিটিতেই দীর্ঘদিন থাকতে চান গার্দিওলা

204

ম্যানচেস্টার, ১০ মার্চ ২০১৯ (বাসস) : মৌসুমের শেষে জুভেন্টাসে যাবার বিষয়টি উড়িয়ে দিয়ে পেপ গার্দিওলা বলেছেন ম্যানচেস্টার সিটির সাথে বর্তমান চুক্তি সম্ভব হলে আরো কিছুদিন বাড়ানোর ইচ্ছা আছে তার।
ইতালির এক রেডিও স্টেশন সিআরসি সম্প্রতি দাবী জানিয়েছে আগামী গ্রীষ্মে জুভেন্টাসে মাসিমিলিয়ানো আলেগ্রির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন গার্দিওলা। এর মাধ্যমে জুভেন্টাসের কোচ হিসেবে আলেগ্রির পাঁচ বছরের অধ্যায় শেষ হতে যাচ্ছে। কিন্তু গার্দিওল জোড়ালো ভাবেই পুরো বিষয়টি অস্বীকার করেছেন। একই সাথে জানিয়েছেন শুধুমাত্র বরখাস্ত হলেই তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে চলে যাবেন। ২০২১ সাল পর্যন্ত তার সাথে সিটিজেনদের বর্তমান চুক্তি রয়েছে। কিন্তু এই চুক্তি শেষ হয়ে যাবার পরেও সম্ভব হলে তা নবায়নের চেষ্টা করবেন গার্দিওলা।
প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে গতকাল ৩-১ গোলে জয়ের পর এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আমি জানি বর্তমান সময়ে সকলের জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব অনেক বেশি। কিন্তু গণমাধ্যমে যে ধরনের খবর প্রচারিত হয় তার অনেক সময় কোন ভিত্তি থাকে না। যারা প্রচার করেছে আমি জুভেন্টাসে যাচ্ছি তাদের কেউই আমার সাথে বা আমার এজেন্টের সাথে এমনকি জুভেন্টাস কিংবা আলেগ্রির সাথে কথা বলে রিপার্টটি তৈরি করেনি। সত্যিকার অর্থেই আমি আলেগ্রির জন্য দু:খিত। এখনো আমার সাথে সিটির দুই বছরের চুক্তি বাকি রয়েছে এবং আমি কোথাও যাচ্ছি না। ম্যানচেস্টার সিটি যদি আগ্রহ দেখায় তবে দুই বছর নয়, আরো দীর্ঘদিন এখানেই থাকতে চাই।’
২০১৮ সালের মে মাসে যখন গার্দিওলার সাথে সিটিজেনদের চুক্তির ঠিক এক বছর বাকি ছিল তখনই তার ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা গিয়েছিল। ঐ সময়ও কথা উঠেছিল সিটি ছেড়ে হয়তবা গার্দিওলা জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন। কিন্তু নতুন করে তিন বছরের জন্য চুক্তি নবায়ন করে সেই সম্ভাবনাকে বাতিল করে দিয়েছিলেন গার্দিওলা। চুক্তি নবায়নের পর পুরো সময়টা যদি তিনি সিটিতে থাকেন তবে পাঁচ বছরের মেয়াদে গার্দিওলা বার্সেলোনার চার ও বায়ার্ন মিউনিখের তিন বছরের সময়সীমাকেও ছাড়িয়ে যাবেন।
ক্লাবের কিছু অনিয়মের অভিযোগে সম্প্রতি ফিফা, উয়েফা ও ফুটবল এসোসিয়েশন তদন্তের হুমকি দিয়েছে। বিশেষ করে ট্রান্সফার বিষয়ে সিটিজেনদের বিপক্ষে অনিয়মের অভিযোগ বেশ জোড়ালোভাবেই করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থাগুলো। তবে গার্দিওলা বিষয়গুলো নিয়ে মোটেই চিন্তিত নন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে এফএফপি আইন ভঙ্গের দায়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে তদন্ত শুরু করবে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই অভিযোগ সত্য প্রমানিত হলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কারও হতে পারে সিটি। মূলত তাদের বিপক্ষে আর্থিক অনিয়মের অভিযোগ উত্থাপন করেছে উয়েফা যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবী জানিয়েছে ক্লাব কর্র্তপক্ষ।