বাসস ক্রীড়া-৮ : আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ

380

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-টি-২০
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং-এ বাংলাদেশ
দেরাদুন (ভারত), ৫ জুন, ২০১৮ (বাসস) : দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪৫ রানে হেরেছিলো বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানরা।
প্রথম ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। আবুল হাসান রাজু ও আবু জায়েদ রাহীর পরিবর্তে সৌম্য সরকার ও আবু হায়দারকে নিয়ে একাদশে সাজিয়েছে বাংলাদেশ।
তবে আফগানিস্তানের একাদশ অপরিবর্তিত আছে।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও আবু হায়দার।
আফগানিস্তান একাদশ : আসগর স্টানিকজাই (অধিনায়ক), উসমান গনি, মোহাম্মদ শাহজাদ, শাফিকুল্লাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারি, রশিদ খান, মুজিব-উর রহমান, করিম জানাত ও দাওলাত জাদরান।
বাসস/এএমটি/২০২০/স্বব