বাসস দেশ-৮ : বিএসএমএমইউ এ শিশুদের কিডনী রোগ প্রতিরোধে ডায়ালাইসিস কর্মশালা

118

বাসস দেশ-৮
বিএসএমএমইউ-শিশু কিডনী-কর্মশালা
বিএসএমএমইউ এ শিশুদের কিডনী রোগ প্রতিরোধে ডায়ালাইসিস কর্মশালা
ঢাকা, ১০ মার্চ, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনী সপ্তাহ ২০১৯ ও ডায়ালাইসিস কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া আজ বিশ্ববিদ্যারয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে এ কর্মশালার উদ্বোধন করেন।
এবারে শিশু কিডনী দিবস-এর প্রতিপাদ্য হলো ‘সুস্থ কিডনী সবার জন্য, সর্বত্র’।
এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়া বলেন, এ ধরনের কর্মশালা তরুণ চিকিৎসকদের মাঝে শিশু কিডনী রোগ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাথে সাথে শিশু কিডনী রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিশু কিডনী রোগীদের চিকিৎসাসেবার প্রসারেও বিশেষ ভূমিকা পালন করবে।
শিশু কিডনী সপ্তাহ উপলক্ষে ‘আপনার শিশুর কিডনী সুস্থ আছে তো, আসুন আজই আপনার শিশুর কিডনীর সুস্থতা পরীক্ষা করে নিন এবং শিশুর কিডনী রোগ প্রতিরোধ করুন’ বার্তায় ফ্রি ক্লিনিকের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসই/১৭২০/কেজিএ