বাসস বিদেশ-১ : কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১২

172

বাসস বিদেশ-১
কলম্বিয়া-বিমান
কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১২
বগোটা, ১০ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : কলম্বিয়ায় শনিবার একটি বিমান দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক মেয়র ও তার পরিবারের সদস্য রয়েছে। বেসামরিক বিমান ও জরুরি সেবা সংস্থা একথা জানিয়েছে।
দমকল বিভাগের এক কর্মকর্তা বলেন, সান জোসে ডিল গুয়াভিয়ার ও ভিলাভিসেন্সিও শহরের মধ্যে ডগলাস ডিসি-৩ বিমানটি বিধ্বস্ত হয়। এরপর এটিতে আগুন ধরে যায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যুক্তরাষ্ট্র নির্মিত জোরা ইঞ্জিন বিশিষ্ট বিমানটি প্রথম নির্মিত হয় ১৯৩০ এর দশকে।
অ্যারোনটিকা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় বিমানের আরোহীদের সবাই মারা গেছেন।’
বিমানের ধ্বংসস্তুপ ভিলাভিসেন্সিও’র কাছে পাওয়া গেছে।
এই ঘটনায় ডোরিস ভিলেগাসের তারাইরা পৌরসভার মেয়র ও তার স্বামী এবং মেয়ে নিহত হয়েছেন। এছাড়াও এতে বিমানটির মালিক পাইলট জেইমে ক্যারিলো, কো পাইলট জেইমে হেরেরা ও এলেক্স মোরেনো নামের একজন বিমান টেকনিশিয়ান মারা গেছেন।
বাসস/কেএআর/১০৫৫/-এমএবি