উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন স্পিকার

692

ঢাকা, ৯মার্চ, ২০১৯ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকাতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।
তিনি জাতীয় সংসদ সচিবালয়ের বনভোজন,২০১৯ এ প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি পৃষ্ঠপোষকতায় এবং স্পিকারের সহায়তায় ও তত্ত্বাবধানে আজ নরসিংদীর হলিডে পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
স্পিকারকে নিজেদের মাঝে পেয়ে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সংসদ পরিবারের সদস্যরা আনন্দে উচ্ছ্বসিত হয়। স্পিকার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের আনন্দের সাথে যুক্ত হতে পেরে গৌরব বোধ করেন।
স্পিকার বনভোজনে সার্বিক পৃষ্ঠপোষকতা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সফল আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, সংসদ সদস্য নজরুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান অংশ নেন।