বাসস প্রধানমন্ত্রী-২ : দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : প্রধানমন্ত্রী

309

বাসস প্রধানমন্ত্রী-২
শেখ হাসিনা-বাণী
দেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : প্রধানমন্ত্রী
ঢাকা, ৯ মার্চ, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশ ইতোমধ্যে দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সরকার সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পর পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের কর্মপ্রচেষ্টায় কৃষি উৎপাদনে দেশ ইতোমধ্যে দানাদার খাদ্যে স¦য়ংসম্পূর্ণতা অর্জন করেছে। শাক-সবজি, ধান, পাট, আলু ও কাঁঠালসহ বিভিন্ন ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে শীর্ষ কাতারে রয়েছে।’
জাতীয় মৌ মেলা উপলক্ষে আজ শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ‘কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে ‘জাতীয় মৌ মেলার প্রতিপাদ্য ‘পুষ্টি, আয় ও ফলন বাড়াবে মৌ চাষ’।
মৌ মেলার আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে মধু চাষ ও আহরণের ব্যাপক সম্ভাবনা বিদ্যমান। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মধুর উৎপাদন বৃদ্ধি করে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।’
তিনি বলেন, ‘বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কৃষি গবেষণা ফাউন্ডেশন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারি সংস্থা কাজ করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় মৌ চাষ বৃদ্ধির মাধ্যমে মধু উৎপাদন কাক্সিক্ষত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় মধুসহ কৃষি উন্নয়নের সাফল্যকে টেকসই রূপ দিতে সরকার সক্ষম হবে উল্লেখ করে তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স¦প্নের সোনার বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।
বাণীতে প্রধানমন্ত্রী ‘জাতীয় মৌ মেলা ২০১৯’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৯১০/অমি