বাসস দেশ-১৬ : বুড়িগঙ্গায় নৌকা ডুবি’র ঘটনায় আরও ৪ লাশ উদ্ধার

173

বাসস দেশ-১৬
নৌকা ডুবি-মৃতদেহ উদ্ধার
বুড়িগঙ্গায় নৌকা ডুবি’র ঘটনায় আরও ৪ লাশ উদ্ধার
ঢাকা, ৯ মার্চ ২০১৯ (বাসস) : ঢাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবির ঘটনায় শিশুসহ আরও ৪ জনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। এ নিয়ে গত দু’দিনে ৫ জনের লাশ উদ্ধার করা হলো।
উদ্ধারকৃতরা হচ্ছে- নৌকা ডুবি’র ঘটনায় গুরুতর আহত শাহজালালের মেয়ে মিম (৮), মাহি (৬), নিহত জামসেদার স্বামী দেলোয়ার হোসেন (৩২) ও তার ছয় মাস বয়সী শিশু সন্তান জোনায়েদ। এর আগে শুক্রবার দুপুরে দেলোয়ারের স্ত্রী জামশেদার লাশ উদ্ধার করা হয়।
নৌ-পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে সদরঘাটের আহসান মঞ্জিলের কাছে নদী থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাসসকে জানান, নৌকা ডুবির ঘটনায় শাহেদা (৩২) নামে এক নারী এখনও নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শাহেদার স্বজনরা অপেক্ষার প্রহর গুনছেন। স্পিডবোড, নৌকা ও ট্রলার নিয়ে তাকে নদীতে খোঁজা হচ্ছে। তাকে উদ্ধারে কাজ করে যাচ্ছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। দুর্ঘটনার পর থেকেই নৌ-পুলিশ নদীতে তল্লাশী চালাচ্ছে।
আবদুর রাজ্জাক আরও জানান, এখনও নিখোঁজ সাহেদা বেগমকে উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধারের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার মাধ্যমে সুরতহাল রিপোর্ট তৈরি করে মিটফোর্ড হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনায় সরকারের পক্ষ থেকে ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে নৌকা ডুবিতে নিহত প্রত্যেকের পরিবারের সদস্যদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কামরাঙ্গীরচর থেকে শাহজালাল মিয়া নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় করে সদরঘাটে যাচ্ছিলেন। তারা সাতজন ছিলেন নৌকাটিতে। সদরঘাটের কাছাকাছি পৌঁছলে ‘সুরভী-৭’ লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের দুই পা-এ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।
নৌ-পুলিশের একটি টহল দল শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠায়। বাকিরা পানিতে ডুবে যায়। পরিবারটির সদস্যদের এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ওইদিন রাতে লঞ্চে করে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৬৬/অমি