বাসস ক্রীড়া-১০ : কর্ষ্টাজিত জয় প্রাইম ব্যাংকের

151

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
কর্ষ্টাজিত জয় প্রাইম ব্যাংকের
ঢাকা, ৯ মার্চ ২০১৯ (বাসস) : কার্ষ্টাজিত জয় দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ প্রাইম ব্যাংক ২ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে বোলিং করতে নামে প্রাইম ব্যাংক। দলের পক্ষে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি খেলাঘরের ব্যাটসম্যানরা। প্রাইম ব্যাংকের দুই বোলার আরিফুল হক ও অলক কাপালির বোলিং তোপে ৪৬ দশমিক ৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয় খেলাঘর। দলের পক্ষে অমিত মজুমদার ৩৬, ভারতের অশোক মানেরিয়া ৩৫ ও অধিনায়ক নাজিমুদ্দিন ২৯ রান করেন। প্রাইম ব্যাংকের আরিফুল ৪টি ও কাপালি ৩টি উইকেট নেন।
জবাবে ব্যাট হাতে দারুন শুরু করেন প্রাইম ব্যাংকের অধিনায়ক-ওপেনার এনামুল হক ও রুবেল মিঞা। ৮২ বলে ৬৩ রানের সূচনা করেন তারা। দলীয় ৯৬ রানেই বিদায় নেন তারা। রুবেল ৪৬ ও এনামুল ৩৭ রান করে আউট হন। এরপর ১৩২ রানের মধ্যে আরও ৪ উইকেট হারিয়ে মহা বিপদে পড়ে প্রাইম ব্যাংক।
তবে সপ্তম উইকেটে ৪৯ রানের জুটি গড়ে দলকে আবারো খেলায় ফেরান আরিফুল ও নাহিদুল ইসলাম। তবে নাহিদুল ৩১ রানে থেমে গেলে ম্যাচ শেষ করার দায়িত্ব পান আরিফুল। শেষ পর্যন্ত সফল হন আরিফুল। এক প্রান্ত ধরে রেখে দলের জয় নিশ্চিত করেন আরিফুল। ৫১ বলে অপরাজিত ৩২ রান করেন তিনি। নাহিদুলের ব্যাট হাতে করেন ৩১ রান। খেলাঘরের ইরফান হোসেন ৩টি ও রবিউল হক ২টি উইকেট নিয়ে দলের হার এড়াতে পারেননি। ম্যাচ সেরা হয়েছেন প্রাইম ব্যাংকের আরিফুল।
বাসস/এএসজি/এএমটি/১৮৪০/মোজা/স্বব