বাসস ক্রীড়া-২ : নিজের ব্যাটিং হিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টেন্ডুলকার

143

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-টেন্ডুলকার
নিজের ব্যাটিং হিরোকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টেন্ডুলকার
মুম্বাই, ৮ মার্চ ২০১৯ (বাসস) : বৃহস্পতিবার ছিলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি খেলোয়াড় ভিভ রিচার্ডসের ৬৭তম জন্মদিন। ক্যারিবীয় কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুল করেননি ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে রিচার্ডসকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন টেস্ট-ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকার।
তিনি লিখেন, ‘হ্যাপি বার্থডে ভিভিয়ান রিচার্ডস। আমার ব্যাটিং হিরো। ক্যারিয়ার জুড়ে যে সাহায্য পেয়েছি, তা সারা জীবন মনে রাখব।’
টুইট করে একটি ছবিও পোস্ট করেন টেন্ডুলকার। যেখানে দেখা যাচ্ছে টেন্ডুলকারের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন রিচার্ডস।
আক্রমণাত্মক ব্যাটিং-এর জন্য সত্তর-আশি দশকে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় ছিলেন রিচার্ডস। ১৯৭৫ ও ১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ের পেছনে বড় অবদান ছিলো তার। ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে লর্ডসে অসাধারণ সেঞ্চুরিও করেছিলেন রিচার্ডস। ২০০২ সালে উইজডেন সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নেয় এই কিংবদন্তিকে।
১২১ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮৫৪০ রান ও ১৮৭ একদিনের ম্যাচে ৬৭২১ রান করেছেন রিচার্ডস। টেস্টে ২৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ওয়ানডে ক্রিকেটে ১১টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে রিচার্ডসের।
বাসস/এএমটি/১৪৪৫/-স্বব