বাসস বিদেশ-৪ : দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভায় পরিবর্তন

161

বাসস বিদেশ-৪
দ. কোরিয়া-উ. কোরিয়া-রাজনীতি
দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভায় পরিবর্তন
সিউল, ৮ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : দক্ষিণ কোরিয়ার নতুন একত্রীকরণ মন্ত্রী হিসেবে শিক্ষাবিদ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক এক প্রধানকে শুক্রবার নিয়োগ দেয়া হয়েছে। আন্তঃকোরীয় বিষয়ে দক্ষিণ করিয়ার যোগাযোগের ক্ষেত্রে এ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপুর্ণ। খবর এএফপি’র।
ভিয়েতনামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত দ্বিতীয় সম্মেলনের কয়েকদিন পর কিম ইয়ন-চুলকে এ নিয়োগ দেয়া হলো। উল্লেখ্য, কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ প্রশ্নে এ দুই নেতা সেখানে কোন ধরনের চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হন।
কিমকে চো মিয়ং-গিয়নের স্থলাভিষিক্ত করা হয়। উল্লেখ্য, ২০১৭ সালে চো দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বাসস/এমএজেড/১৪২৫/বেউ/এমএবি