বাজিস-৩ : লক্ষ্মীপুরে নারী উন্নয়ন মেলা শুরু

136

বাজিস-৩
লক্ষ্মীপুর-নারী উন্নয়ন মেলা
লক্ষ্মীপুরে নারী উন্নয়ন মেলা শুরু
লক্ষ্মীপুর, ৮ মার্চ, ২০১৯ (বাসস) : জেলার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দু’দিনব্যাপী নারী উন্নয়ন মেলা শুরু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলার সরকারি-বেসরকারি ১২টি মহিলা উন্নয়ন সংস্থা তাদের কার্যক্রম তুলে ধরে এ মেলায় অংশগ্রহণ করে।
এর আগে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কালেক্টরেট ভবন সংলগ্ন ড্রীলসেডে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারে প্রতিপাদ্য হলো, ‘সবাই মিলে ভাবো নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা। এছাড়াও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, নারী নেত্রী বীনা রহমানসহ বিভিন্ন মহিলা উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারী-পুরুষ সবাই মিলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। এ জন্য সমাজ থেকে নারী-পুরুষ বৈষম্য দূর করা প্রয়োজন। তাই সমাজের সর্বস্তরের জনসাধারণকে এ বিষয়ে সচেতনতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তারা।
বাসস/সংবাদদাতা/১৩০০/বেউ/-নূসী