নড়াইলে চক্ষুশিবির উদ্বোধন

208

নড়াইল, ৮ মার্চ, ২০১৯ (বাসস) : নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ সকালে বিনামূল্যে চোখে ছানিপড়া রোগীদের অপারেশন ও লেন্স সংযোজন উপলক্ষে দু’দিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আসাদুজ্জামান মুন্সী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, আল-বাশার ইন্টান্যাশনাল ফাউন্ডেশন বাংলাদেশ অঞ্চলের মহাপরিচালক ড. আহমেদ তাহির হামিদ আলী, মেডিকেল ডিরেক্টর ডাঃ মোঃ আবু সাইদ, এইচ. আর ম্যানেজার নুরুজ্জামান খোশনবিশ, ক্যাম্প ইনচার্জ ওবায়দুজ্জামান প্রমুখ।
সকাল থেকে প্রায় ৬ হাজার চক্ষু রোগীর চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্য থেকে বাছাইকৃত ৫ শ’জন ছানি পড়া রোগীকে নড়াইল সদর হাসপাতালে বিনামূল্যে অপারেশন ও লেন্স সংযোজন করা হবে।
আন্তর্জাতিক সেবাসংস্থা আল-বাশার ইন্টান্যাশনাল ফাউন্ডেশন ও সংস্থা পরিচালিত আল-নূর চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ রোগীদের চিকিৎসাসেবা ব্যবস্থাপত্র দেন।