বাসস দেশ-২৮ : গণফোরাম থেকে বহিষ্কার হলেন সুলতান মনসুর

187

বাসস দেশ-২৮
মনসুর-বহিষ্কার
গণফোরাম থেকে বহিষ্কার হলেন সুলতান মনসুর
ঢাকা, ৭ মার্চ, ২০১৯ (বাসস) : সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করায় গণফোরাম থেকে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের নীতিবিরোধী, আদর্শবিরোধী ও জনবিরোধী কার্যকলাপের অভিযোগে আপনার গণফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হল এবং গণফোরাম থেকে বহিস্কার করা হলো। একই সাথে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য পদ থেকে অব্যহতি দেয়া হলো।’
‘দল থেকে বহিস্কার করায় সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্য পদ থাকবে কি’ এ বিষয়ে অ্যাটোর্নি জেনারেল মাহবুবে আলম বাসসকে বলেন, ‘তার সংসদ সদস্য পদ যাবে না। সদস্য পদ বহাল থাকবে।’
‘সাংবিধানিকভাবে সংসদ সদস্য পদ যে কারণে বাতিল হয় সুলতান মনসুরের ক্ষেত্রে তা প্রয্যেজ্য হবে না’ বলে তিনি জানান।
বাসস/সবি/বিকেডি/১৯১০/-জেজেড