বাসস প্রধানমন্ত্রী-২ : নবনির্বাচিত ডিএনসিসি মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

192

বাসস প্রধানমন্ত্রী-২
প্রধানমন্ত্রী-মেয়র-শপথ
নবনির্বাচিত ডিএনসিসি মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ
ঢাকা, ৭ মার্চ, ২০১৯ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ সকালে এখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত কাউন্সিলররাও একই অনুষ্ঠানে শপথ নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলামকে শপথ বাক্য পাঠ করান।
এসময় ডিএনসিসি’র ২৬ কাউন্সিলর এবং ডিএসসিসি’র ২৪ কাউন্সিলর এলজিআরডি ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম গোলাম ফারুক এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।
ডিএনসিসি’র মেয়র পদের উপনির্বাচন এবং ডিএনসিসি ও ডিএসসিসি’তে নতুন করে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদ ও সংরক্ষিত আসনে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এ উপনির্বাচনে নির্বাচিত হন।
তিনি নৌকা প্রতীক নিয়ে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পান। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে ৫২ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।
বাসস/এসএইচ/অনু-এমএজেড/১১৫৫/এমএবি