বাজিস-৩ : পিরোজপুরে ৩১ কিলোমিটার খাল পুনঃখনন কাজ এগিয়ে চলছে

163

বাজিস-৩
পিরোজপুর-খাল পুন:খনন
পিরোজপুরে ৩১ কিলোমিটার খাল পুনঃখনন কাজ এগিয়ে চলছে
পিরোজপুর, ৭ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় ৩১ কিলোমিটার খাল পুনঃ খনন কাজ পুরোদমে এগিয়ে চলেছে। জেলার সাত উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের দৈর্ঘ্য প্রস্থের ২৫টি খাল পুনঃ খননে ব্যয় করা হচ্ছে ৩ কোটি টাকা। এছাড়া সেচ সুবিধার জন্য ১৫ লক্ষ ৫৩ হাজার টাকা ব্যয়ে ৩টি বারিড পাইপ এবং চাষাবাদের সরঞ্জাম মাঠে নেয়ার জন্য ৯২ লক্ষ টাকা ব্যয় করে ৭টি বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
পিরোজপুর জেলায় এ প্রথম সোলার পাম্প সেচ প্রকল্প চালু হতে যাচ্ছে। নাজিরপুরের দীর্ঘা ও পিরোজপুর সদর উপজেলার শংকরপাশায় ২০ লক্ষ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিদ্যুৎ ছাড়াই জমিতে সেচ দেয়া যাবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বরিশাল বিভাগীয় ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্প এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার হালদার জানান এ ২৫টি খাল পুনঃ খনন হলে এ জেলায় প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ১৬ হাজার মেট্রিক টন চালের উৎপাদন বৃদ্ধি পাবে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১০৫৩/নূসী