বাসস দেশ-২৭ : ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি হলে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় : দুদক সচিব

333

বাসস দেশ-২৭
দুদক সচিব-প্রশিক্ষণ কর্মসূচি
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি হলে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় : দুদক সচিব
ঢাকা, ৬ মার্চ, ২০১৯ (বাসস) : ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি হলে সাধারণ মানুষের হয়রানির পাশাপাশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত।
তিনি আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন।
মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, প্রতিটি কর্মকতা-কর্মচারির জন্যে বছরে ন্যূনতম ৫৪ ঘন্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। এতে কর্মকর্তাদের দক্ষতা, নৈপুণ্য এবং কর্মস্পৃহা বৃদ্ধি পায় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিকশিত হয় বলে জানান তিনি।
তিনি বলেন, ভূমি বিষয়ে দুর্নীতি উদঘাটন করতে হলে এখাতের খুঁটিনাটি সব বিষয়ে জানতে হবে। এসব তদন্তে কোনো ভুল করা যাবে না। আবার মানুষকে হয়রানিও করা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
দুদক সচিব বলেন, কমিশনের কর্মকর্তাদের বিভিন্ন সেক্টরভিত্তিক প্রশিক্ষণ দেওয়ার মূলে রয়েছে সেক্টরভিত্তিক নিখুঁত তদন্ত ও অনুসন্ধান পরিচালনা করা।
কমিশনের উপ-পরিচালক এবং সহকারী পরিচালক পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা এ প্রশিক্ষণে অংশগ্রহণ কনে।
দুদকের প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. আবু সাঈদ এসময় বক্তৃতা করেন।
বাসস/সবি/এফএইচ/২০০০/এএএ