বাসস সংসদ-৫ : রাষ্ট্রীয় মালিকানাধীন ৮১টি কল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে : মোজাম্মেল হক

273

বাসস সংসদ-৫
কারখানা-বেসরকারি
রাষ্ট্রীয় মালিকানাধীন ৮১টি কল-কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে : মোজাম্মেল হক
সংসদ ভবন, ৬ মার্চ, ২০১৯ (বাসস) : প্রাইভেটাইজেশন কমিশন গঠনের পর থেকে এই কমিশনের
সুপারিশে মোট ৮১টি রাষ্ট্রীয় মালিকানাধীন মিল কারখানা বেসরকারি খাতে হস্তান্তর করা হয়েছে।
সংসদে আজ সরকারি দলের সদস্য দিদারুল আলমের এক লিখিত প্রশ্নের জবাবে সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ. ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ৩০টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ১৯টি, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ৫টি, মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৪টি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ২০টি এবং অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরকারি শেয়ার হস্তান্তরের মাধ্যমে ৩টি প্রতিষ্ঠান বেসরকারি করা
হয়েছে।
বাসস/এমএসএইচ/১৯১৫/বেউ/-অমি