বাজিস-৯ : লক্ষ্মীপুরে অগ্নি নির্বাপণ ও উদ্ধার প্রশিক্ষণ

127

বাজিস-৯
লক্ষ্মীপুর-অগ্নিনির্বাপণ
লক্ষ্মীপুরে অগ্নি নির্বাপণ ও উদ্ধার প্রশিক্ষণ
লক্ষ্মীপুর, ৬ মার্চ, ২০১৯ (বাসস) : জেলায় অগ্নি নির্বাপণ, উদ্ধার মহড়া ও দুর্যোগ মোকাবেলার প্রশিক্ষণ কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এসময় অগ্নি নির্বাপণ ও উদ্ধার সম্পর্কে শিক্ষার্থীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়।
জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজের বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে নিয়মিত এ ধরনের কর্মসূচী পালন করে থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
এদিন অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মাহফুজুর রহমান, জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম, সদর উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মোশারফ হোসেন।
বাসস/সংবাদদাতা/মোজা/১৬০৫/-নূসী