জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিংয়ের জন্য তথ্য আহবান

322

ঢাকা, ৬ ফেব্রুয়ারি, ২০১৯ (বাসস) : জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত দেশের সেরা কলেজ ও বিভাগভিত্তিক অঞ্চলকে নির্বাচনের জন্য কলেজ র‌্যাংকিংয়ের তথ্য আহ্বান করা হয়েছে।
২০১৮ সালের জন্য নির্ধারিত ‘কী পারর্ফমেন্স ইন্ডিকেটরস(কেপিআই)এর ভিত্তিতে অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পারর্ফমেন্স র‌্যাংকিং করে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজ (৫টি সাধারণ, ১টি সরকারি, ১টি বেসরকারি ও ১টি মহিলা) এবং ৮টি বিভাগভিত্তিক অঞ্চলের প্রত্যেকটি থেকে সর্বোচ্চ ১০টি করে ৮০টি, এভাবে মোট ৮৮টি সেরা কলেজকে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য,নির্বাচিত সেরা কলেজসমূহকে আগের মতোই জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা পুরস্কার প্রদান করা হবে। র‌্যাংকিংয়ের কেপিআই সম্পর্কিত তথ্যাবলীর সময় নির্ধারণ করা হয়েছে ১ জানুয়ারী ২০১৮ থেকে ৩১শে ডিসেম্বর ২০১৮ পর্যন্ত।
অনলাইনে প্রশ্নমালা পূরণ এবং হার্ডকপি রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবরে পাঠানোর শেষ তারিখ ৩১ মার্চ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট college login-এ (www.nubd.info/college) সঠিক college code ও password দিয়ে login করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৮ যথাযথভাবে পূরণ করার জন্য অধিভুক্ত কলেজকে আহ্বান জানানো হয়েছে।