বাজিস-৩ : সরকারের উদ্যোগের কারণে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে : শিক্ষামন্ত্রী

185

বাজিস-৩
চাঁদপুর-ইলিশ উৎপাদন
সরকারের উদ্যোগের কারণে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে : শিক্ষামন্ত্রী
চাঁদপুর, ৬ মার্চ, ২০১৯ (বাসস) : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বর্তমান সরকারের উদ্যোগ, আইন শৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতায় ইলিশ নিধন অনেকাংশ কমে এসেছে। এরফলে গত কয়েক বছর ইলিশের উৎপাদন কয়েকগুণ বেড়েছে। আর এ কারণে এখন দেশের অনেক উত্তরে দেখছি ইলিশ পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার রাতে চাঁদপুর সদর উপজেলার তালিকাভুক্ত জেলেদের মাঝে খাদ্য সহয়তা চাল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জেলেরা যেহেতু মার্চ-এপ্রিল দুই মাস মাছ আহরণ থেকে বিরত থাকেন। সে জন্য সরকার জেলে ভাইদেরকে এ খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন। অভয়াশ্রমের সময়ে কিছু অসাধু লোক জাটকা নিধনের চেষ্টা করে। তাদেরকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, তরপুরচন্ডী ইউনিয় পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২০০/নূসী