রাষ্ট্রপতির সঙ্গে আয়াছ মিয়ার সৌজন্য সাক্ষাৎ

322

ঢাকা, ৫ মার্চ, ২০১৯ (বাসস) : লন্ডন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ও স্পিকার মোহাম্মদ আয়াছ মিয়া আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্পিকার টাওয়ার হ্যামলেটসের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়া স্থানীয় উন্নয়নে টাওয়ার হ্যামলেটসের ভূমিকা ও কার্যপ্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন।
টাওয়ার হ্যামলেটসের স্পিকার নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি আয়াছ মিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বাংলাদেশের এসব অর্জনকে বহির্বিশ্বে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, প্রবাসী বাংলাদেশীরা শুভেচ্ছাদূত হিসেবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ইতিবাচক অবদান রাখবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ ও সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী উপস্থিত ছিলেন।