বাসস দেশ-১০ : বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখন গবেষণার বিষয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী

127

বাসস দেশ-১০
খালিদ-আলোচনা সভা
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এখন গবেষণার বিষয় : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ঢাকা, ৫ মার্চ, ২০১৯ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর সেরা ১০টি ভাষণের মধ্যে অন্যতম। এটিই ছিল আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষণা। এ ভাষণ নিয়ে অনেক আলোচনা ও বিশ্লেষণ হয়েছে এবং এটি এখন গবেষণার বিষয়।
আজ সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী সভাপতি ফাল্গুনী হামিদ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও সহসভাপতি এম খালিকুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাসস/তবি/এমএআর/১৭৫৫/এমএসআই