বাসস ক্রীড়া-৮ : দেশের মাটিতে রোহিতের প্রথম ‘শূন্য’

134

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-ওয়ানডে
দেশের মাটিতে রোহিতের প্রথম ‘শূন্য’
নাগপুর, ৫ মার্চ ২০১৯ (বাসস) : দেশের মাটিতে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মত ‘শূন্য’ রানে আউট হলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। আজ নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হন রোহিত। দেশের মাটিতে প্রথম বার শুন্য রানে আউট হন তিনি।
নাগপুরে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভারত। শিখর ধাওয়ানকে নিয়ে ইনিংস শুরু করেন রোহিত। ইনিংসের প্রথম ওভারেই স্ট্রাইকে ছিলেন তিনি। বোলার ছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। প্রথম পাঁচ বল থেকে কোন রানই নিতে পারেননি রোহিত। ওভারের শেষ বলে অফ-স্টাম্পের বাইরে বাউন্স দেন কামিন্স। সেই বলকে আপার কাট করেন রোহিত। তার হিট করা বল থার্ড-ম্যানে দাঁড়ানো বল অস্ট্রেলিয়ার ফিল্ডার এডাম জাম্পার হাতে গিয়ে জমা পড়ে। এতে ৬ বল মোকাবেলা করে কোন রানই করতে পারেননি রোহিত। একই সাথে দেশের মাটিতে প্রথম শুন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন।
আজকের ম্যাচসহ ভারতের মাটিতে ৫৬টি ওয়ানডেতে ৫৫ ইনিংসে ৯টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ২৯৩৪ রান করেন রোহিত। ভারতের বাইরে বিদেশের মাটিতে ১২টি ডাক মেরেছেন তিনি।
বাসস/এএমটি/১৭৩৫/স্বব