বাসস ক্রীড়া-৭ : আশাবাদী সাদমান

146

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-বাংলাদেশ-সাদমান
আশাবাদী সাদমান
ঢাকা, ৫ মার্চ ২০১৯ (বাসস): স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দ্বিতীয় টেস্টে ভাল করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ওপেনার সাদমান ইসলাম। মুলত পরাজিত হওয়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে দলের সাবলীল ব্যাটিং আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগার ওপেনারকে। আগামী ৮ মার্চ ওয়েলিংটনে শুরু হওয়া দ্বিতীয় ম্যাচে দল প্রথম টেস্টের চেয়ে ভাল পারফর্ম করবে বলে আত্মবিশ্বাসী সাদমান।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে টাইগাররা মাত্র ২৩৪ রানে অল আউট হওয়ার পর নিজেদের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করে টাইগাররা। যার ফলে দ্বিতীয় ইনিংসে ৪২৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারী দল। এর আগে অবশ্য নিজেদের রেকর্ড ৬ উইকেটে ৭১৫ রান সংগ্রহ করে প্রথম ইনিস ঘোষণা করে কিউরা । দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিং করার পরও ইনিংস ও ৫২ রানে পরাজিত হয় বাংলাদেশ।
পরাজয়ের ব্যবধান হিসেব করলে এটি ছিল টাইগারদের জন্য বড় পরাজয়। তবে সাদমান মনে করেন, তারা এখন সুযোগ কাজে লাগানোর বিষয়ে আশাবাদী। মঙ্গলবার দলের সঙ্গে ওয়েলিংটনে পৌঁছানোর পর সাদমান বলেন, ‘প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। ওই ইনিংস থেকে আমাদের প্রাপ্তিগুলো আত্মবিশ্বাসী করে তুলেছে। আশা করি হ্যামিল্টনে যেখানে শেষ করেছি ওয়েলিংটনে সেখান থেকেই আমরা শুরু করতে পারব। সবাই ভাল খেলার জন্য মুখিয়ে আছে।’
ওয়েলিংটনে বাংলাদেশী ফাস্ট বোলাদের জন্য বড় বাঁধা হিসেবে বাতাসের গতিকেই মনে করা হচ্ছে। যে কারণে তারা কার্যকরী বোলিং আক্রমণ রচনা করতে পারেনি। তবে সাদমানের মতে সেখানকার উইকেট হ্যামিল্টনের মত না-ও হতে পারে। তিনি বলেন, ‘সেখানে হয়তো আমরা উইকেটের পরিবর্তন দেখব। তবে যে কোন উইকেটে খেলার জন্য আমরা প্রস্তুত। আমরা তাদের মোকাবেলার অপেক্ষায় আছি।’
টাইগার দলের এই ওপেনার বলেন, ‘জানি এখানেও বাতাসের গতি থাকবে। তবে আমরা এতে ভীত হতে চাই না। আমাদের মনোযোগ থাকবে এই টেস্টে কতটা ভাল করা যায় তার প্রতি।’
হ্যামিল্টনে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের বিপর্যয়ে নতৃত্ব দিয়েছেন স্বাগতিক ক্রিকেটার নেইল ওয়াগনার। তিনি একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে তিনি সেভাবে কার্যকর ভুমিকা রাখতে পারেননি। সাদমান বলেন, তার বোলিংয়ের ভিডিও ফুটেজ ভালভাবে দেখে ব্যাটসম্যানরা ধাতস্থ হয়েছে। এখন সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, ক্যারিয়ারে আমি প্রথমবার ওয়াগনারের মোকাবেলা করছি। প্রথম টেস্টে তিনি হুমকিতে রেখেছেন। কিন্তু পরে আমরা তার বোলিং সম্পর্কে ধারনা পেয়েছি,। কিভাবে তাকে মোকাবেলা করতে হয় বুঝতে পেরেছি। তার বোলিং ভালভাবে মোকাবেলা করতে সক্ষম হবো আশা করছি।’
বাসস/এসএমপি/এমএইচসি/১৭০৫/মোজা/স্বব