বাসস দেশ-৫ : ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তির জন্য শুক্রবার বিশেষ দোয়া ও মুনাজাত

127

বাসস দেশ-৫
কাদের-রোগমুক্তি-দোয়া মাহফিল
ওবায়দুল কাদেরের দ্রুত রোগমুক্তির জন্য শুক্রবার বিশেষ দোয়া ও মুনাজাত
ঢাকা, ৫ মার্চ, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত আরোগ্য কামনা করে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বিশেষ দোয়া ও মুনাজাতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানিয়ে দেশের সকল মসজিদে ‘বিশেষ দোয়া ও মুনাজাত’ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
পাঞ্জেগানা নামাজের পর মুনাজাতে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় দোয়া করার জন্য আহ্বানও জানানো হয়েছে।
বাসস/সবি/এমএএস/১৬১৫/-কেজিএ