বাসস ক্রীড়া-৬ : আবারো নাইজেরিয়া জাতীয় দল থেকে বাদ পড়লেন অধিনায়ক মিকেল

142

বাসস ক্রীড়া-৬
ফুটবল-নাইজেরিয়া
আবারো নাইজেরিয়া জাতীয় দল থেকে বাদ পড়লেন অধিনায়ক মিকেল
আবুজা, ৫ মার্চ ২০১৯ (বাসস) : সেইচেলেস এবং মিশরের বিপক্ষে আসন্ন দু’টি ম্যাচের জন্য আবারো কোচ গার্নট রোহর বিবেচনায় আসতে পারেননি নাইজেরিয়ার অধিনায়ক জন অবি মিকেল।
চলতি বছরের আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে আগামী ২২ মার্চ শেষ ম্যাচে দক্ষিণাঞ্চলীয় শহর আসাবায় সেইচেলেসকে আতিথেয়তা দিবে সুপার ঈগলসরা। চারদিন পর একই ভেন্যুতে প্রীতি ম্যাচে মিশরের মোকাবেলা করবে নাইজেরিয়া।
জুনে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর নাইজেরিয়ার হয়ে আর মাঠে নামেননি মিকেল। যদিও জানুয়ারিতে চায়না থেকে ফিরে এসে ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল মিডলসব্রোর হয়ে দারুণ ফর্মে রয়েছেন মিকেল।
আসন্ন দু’টি ম্যাচের জন্য নাইজেরিয়া দলে দু’জন নতুন খেলোয়াড়কে ডাকা হয়েছে। নাইজারের হয়ে সম্প্রতী অনূর্ধ্ব-২০ আফ্রিকান চ্যাম্পিয়নশীপে দারুণ ছন্দে থাকা ডিফেন্ডার ভ্যালেন্টাইন ওজোর্নওয়াফোর ও ড্যানিশ ক্লাব এফসি মিডজিল্যান্ডের হয়ে ধারাবাহিক গোল পাওয়া ফরোয়ার্ড পল ওনুয়াচুকে জাতীয় দলের জন্য বিবেচনা করেছেন রোহর।
বাসস/নীহা/১৬১০/মোজা/স্বব