বাসস ক্রীড়া-৫ : ২০১৯ নারী বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হতে পারে

168

বাসস ক্রীড়া-৫
ফুটবল-নারী বিশ্বকাপ
২০১৯ নারী বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি ব্যবহৃত হতে পারে
প্যারিস, ৫ মার্চ ২০১৯ (বাসস) : ২০১৯ নারী বিশ্বকাপে ভিডিও এসিসটেস্ট রেফারিং (ভিএআর) প্রযুক্তি ব্যবহারের সুপারিশ করেছে ফিফা রেফারিস কমিটি। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা এমনটাই নিশ্চিত করেছে।
চলতি বছর জুন-জুলাইয়ে ফ্রান্সে অনুষ্ঠিতব্য নারী ফুটবলের এই সর্বোচ্চ আসরে ভিএআর ব্যবহৃত হবে কি-না তা আগামী সপ্তাহের সভায় সিদ্ধান্ত হবে। এ সম্পর্কে ফিফার উপ-মহাসচিব ভোনিমির বোবান বলেছেন, ‘ফিফা কাউন্সিলে ফ্রান্সে ভিএআর প্রযুক্তি ব্যবহারের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি। প্রযুক্তিটি ব্যবহারের বিষয়ে আমরা আশাবাদী।’
ফিফার রেফারিস কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোলিনা জানিয়েছে ইতোমধ্যেই ফ্রান্সে নারী বিশ্বকাপে ভিএআর ব্যবহারের জন্য আয়োজক কমিটি প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি আবুধাবী ও দোহাতে ভিএআর প্রযুক্তি ব্যবহারের উপর অনুষ্ঠিত সেমিনারে এ বিষয়ে যথাযথ শিক্ষা দেয়া হয়েছে বলে কোলিনা জানিয়েছেন।
বাসস/নীহা/১৬০৫/মোজা/স্বব