নিশানের সাবেক প্রধান গোসনের বিরুদ্ধে কৌঁসুলিরা আপিল করবেন

217

টোকিও, ৫ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): টোকিও’র একটি আদালত মঙ্গলবার নিশানের সাবেক প্রধান কর্লোস গোসনের জামিন মঞ্জুর করেছে। তবে গোসনের বিরুদ্ধে কৌঁসুলিরা আপিল করবেন । আদালতের এমন সিদ্ধান্তে তিন মাসের অধিক সময় আটক থাকার পর বিশ্বখ্যাত গাড়ি উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের প্রধান ছাড়া পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
আদালত একশ’ কোটি ইয়েন (৯০ কোটি ডলার) মুচলেকা নিয়ে এ জামিন মঞ্জুর করলেও প্রসিকিউটররা আদালতের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন বলে ধারণা করা হচ্ছে এবং এমনকি তারা গোসনকে আটক রাখতে তার বিরুদ্ধে আরো অভিযোগ দায়ের করতে পারেন।
আর্থিক দুর্নীতির সন্দেহে গত ১৯ নভেম্বর নিশানের এ সাবেক প্রধান আকস্মিকভাবে গ্রেফতার হন।