আর্থ-সামাজিক সকল সূচকে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত : সরকারি দল

659

সংসদ ভবন, ৪ মার্চ, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা রাষ্ট্রপতির ভাষণকে সরকারের উন্নয়ন ও অগ্রগতির প্রামাণ্য দলিল উল্লেখ করে বলেছেন, আর্থ-সামাজিক সকল সূচকের ধারাবাহিক অগ্রগতি বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত।
গত ৩ ফেব্রুয়ারি সংসদে রাষ্ট্রপতির ভাষণে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর এ আলোচনা শুরু হয়। ওই দিন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য আ. স. ম ফিরোজ তা সমর্থন করেন।
গত ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২০তম দিনে হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সরকারি দলের আ ফ ম রুহুল হক, নাজিম উদ্দিন আহমেদ, একাব্বর হোসেন, কাজিম উদ্দিন আহম্মেদ, ইসমাত আরা সাদেক, বেগম আয়েশা ফেরদৌস, বেগম শাহীন আক্তার, জাকিয়া তাবাসসুম, বেগম আদিবা আনজুম মিতা, খাদিজাতুল আনোয়ার, রুমানা আলী, বেগম হোসনে আরা, বেগম হাবিবা রহমান খান, জাকিয়া পারভিন খানম, তামান্না নুসরাত (বুবলী) ও খোদেজা নাসরিন আক্তার হোসেন আলোচনায় অংশ নেন।
আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য আ ফ ম রুহুল হক বলেন, জেলা পর্যায়ে হাসপাতালগুলোতে ডাক্তার স্বল্পতা নিরসন এবং চিকিৎসকদের কার্যপরিধি নির্ধারণ করে দিলে হাসপাতালে রোগিরা কাঙ্খিত সেবা পেতে পারে।
সরকারি দলের অন্য সদস্যরা বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যমগুলোকে তাদের ইচ্ছে মতো প্রতিবেদন বা অনুষ্ঠান করার ক্ষেত্রে কোন বিধিনিষেধ আরোপ করা হয়নি।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ববুকে পরিচিতি লাভ করেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। জাতীয় মহাসড়কসহ দেশের সকল সড়ক মহাসড়ক চার লেইনে উন্নীত করা হচ্ছে।
সরকারি দলের সদস্যরা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করা হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাাসক ভাষণের স্থানকে মুছে দিতে সেখানে শিশু পার্ক নির্মাণ করা হয়। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনিসেফ কর্তৃক স্বীকৃতি লাভ করেছে।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। ২০২১ সালের মধ্যে সরকার দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌছে দেবে।
তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করছে। তাঁর গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার সকল যোগ্যতা ইতোমধ্যে অর্জন করেছে।