বাসস ক্রীড়া-১৭ : স্ট্রীট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপে আট বাংলাদেশী

281

বাসস ক্রীড়া-১৭
বিশ্বকাপ-চাইল্ড
স্ট্রীট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপে আট বাংলাদেশী
ঢাকা, ৪ মার্চ, ২০১৯ (বাসস/ওয়েবসাইট) : ইংল্যান্ড এন্ড ওয়েলসে আগামী ৩০ মে শুরু হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে স্ট্রীট চাইল্ড ক্রিকেট বিশ্বকাপ ।
যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য প্রথমবারের মত এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের আট খেলোয়াড়।
বৃটিশ কাউন্সিল বাংলাদেশ ও লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(লীডো) এ উপলক্ষে সম্প্রতি ফুলার রোডস্থ প্রধান কার্যালয়ে বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এ বিষয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে।
আগামী মে মাসে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে ১৪ থেকে ১৭ বছর বয়সী চার জন বলিকা ও চার জন বালককে বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন-বর,বৃটিশ কাউন্সিল বাংলাদেশের এক্সামিনেশনস ডিরেক্টর সেবাস্তিয়ান পিয়ার্স, ফ্রেন্ডস অব স্ট্রীট চিল্ডেন্স এর চেয়ার মাইক শেরিফ এবং লীডোর নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
বাসস /ওয়েবসাইট/স্বব/২০৩০/এমএইচসি