বাসস ক্রীড়া-১১ : স্পার্সের বিপক্ষে রক্ষণাত্মক মনোভাব ছাড়তে হবে ডর্টমুন্ডকে

110

বাসস ক্রীড়া-১১
ফুটবল-চ্যাম্পিয়ন্স-ডর্টমুন্ড-টোটেনহ্যাম-প্রিভিউ
স্পার্সের বিপক্ষে রক্ষণাত্মক মনোভাব ছাড়তে হবে ডর্টমুন্ডকে
ডর্টমুন্ড (জার্মানি), ৪ মার্চ ২০১৯ (বাসস/এএফপি): আগামীকাল মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের শেষ ষোলর ফিরতি লেগে টোটেনহ্যামের মোকাবেলা করবে বরুশিয়া ডর্টমুন্ড। তবে প্রথম লেগের ৩-০ গোলের পরাজয়ের গর্ত থেকে বেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলতে হলে অবশ্যই রক্ষণাত্মক মনোভাব ত্যাগ করতে হবে জার্মান জায়ান্টদের।
ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রুইস বলেছেন, ‘এটি এমন একটি পর্ব, যেখানে আমাদেরকে খুবই দ্রুত নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে অথবা আমাদের বেশ কঠিন অবস্থায় পড়তে হবে।’
উরুর ইনজুরি থেকে চার সপ্তাহ পর ফেরা এ স্পার্সদের বিপক্ষে ডর্টমুন্ডের আক্রমণে নেতৃত্ব দিতে যাওয়া এ তারকা বলেন, ‘আগের ম্যাচে আসলে নিজেদের ভুলে গোল হজম করেছি। এ সময় আমরা দু’টি গুরুতর ভুল করেছি।’
এদিকে গত শনিবার আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করা মরিসিও পচেত্তিনোর শিষ্যরা প্রথম লেগে ডর্টমুন্ডকে হারানোর পর তিন ম্যাচে অংশ নিলেও জয়ের মুখ দেখেনি। অপরদিকে নিজেদের সর্বশেষ সাত ম্যাচের মধ্যে কেবল একটিতে জয়ের দেখা পেয়েছে ডর্টমুন্ড।
যে কারণে গত ডিসেম্বরে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি গত শনিবার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সমতায় নেমে গেছে। শুধু মাত্র গোল ব্যবধানে এগিয়ে থেকে এখনো বুন্দেসলীগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ডর্টমুন্ড।
গোলরক্ষক রোমান বুরকি বলেন, ‘কাউকে যাতে চোখের জলে মাথা নিচু করে বিদায় নিতে না হয় সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে আমার। অপ্রত্যাশিত গোল খাওয়া থেকে মুক্ত থাকতে হবে, যার মাধ্যমে দলকে রক্ষা করা সহজ হবে।’
রুইসের সঙ্গে দলে ফিরে এসেছে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জাতীয় দলের পক্ষে জয় সূচক গোলটি করা প্লে মেকার মারিও গোটশে। তবে যে কোন পজিশন থেকে আসতে পারে ডর্টমুন্ডের গোল। এই মৌসুমে বুন্দেসলীগায় দলটির হয়ে গোল করতে পারেননি শুধুমাত্র ডিফেন্ডার মার্সেল শ্যামেলজার ও ওমের টপ্রাক।
গোটশের সঙ্গ দেয়ার মত উইংয়ে সৃষ্টিশীল যোগত্যা ও মেধা রয়েছে ১৮ বছর বয়সি জর্ডান সানচোর মধ্যেও। এটি দলের জন্য ইতিবাচক দিক। ডর্টমুন্ডের রয়েছে থমাস ডেলানি ও এ্যাক্সেল উইটসেলের মত রক্ষণাত্মক মিডফিল্ডার, যারা মধ্যমাঠ থেকে স্পার্সদের বিপক্ষে দলকে এগিয়ে দিতে পারেন।
বিপরীতে স্পার্সদের আক্রমণভাগ কাজ করে মুলত ইংলিশ অধিনায়ক হ্যারি কেনকে বেস্টন করে। যিনি রক্ষণভাগে যে কোন ধরনের দুর্বলতার শাস্তি দিতে পারেন নির্মমভাবে। ইতোমধ্যে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন কেন। ডর্টমুন্ডের কোচ লুসিয়েন ফেভরে বলেন, ‘আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে এবং অবশ্যই ভুল করা যাবে না।’
বাসস/এএফপি/এমএইচসি/১৭৪০/মোজা/স্বব