বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন মিশনের মর্যাদা হ্রাস কার্যকর হচ্ছে সোমবার : বিবৃতি

160

বাসস বিদেশ-৫
ইসরাইল-ফিলিস্তিন-সংঘাত-কূটনীতি-যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন মিশনের মর্যাদা হ্রাস কার্যকর হচ্ছে সোমবার : বিবৃতি
জেরুজালেম, ৪ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে তাদের কূটনৈতিক মিশনের মর্যাদা হ্রাস সোমবার কার্যকর করছে। ইসরাইলে তাদের দূতাবাসের সাথে জেরুজালেম কনস্যুলেট এক করার কারণে এটি করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর একথা জানায়। খবর এএফপি’র।
তাদের এক বিবৃতিতে বলা হয়, ‘একক কূটনৈতিক মিশন গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ৪ মার্চ জেরুজালেমে মার্কিন কনস্যুলেট জেনারেল ও দূতাবাস এক হয়ে হবে।’
১৯৯০’র দশকের অসলো চুক্তির পর থেকে এ কনস্যুলেট ফিলিস্তিনে একটি কার্যত: দূতাবাস হিসেবে কাজ করে আসছিল।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, গত অক্টোবরে প্রথম এ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়। দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যেই এটি করা হয়।
কিন্তু ফিলিস্তিন নেতারা একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তাদের বিরুদ্ধে গৃহীত আরেকটি পদক্ষেপ হিসেবেই দেখছেন।
বাসস/এমএজেড/১৫৪০/জুনা