বাসস দেশ-৪ : ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, শিগগিরই নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

146

বাসস দেশ-৪
কাদের-দেবী শেঠি
ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, শিগগিরই নেয়া হচ্ছে সিঙ্গাপুরে
ঢাকা, ৪ মার্চ, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হচ্ছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠি বলেছেন, তার চিকিৎসায় এখন পর্যন্ত যা কিছু করা হয়েছে, তা সঠিক।
তিনি বলেন, ওবায়দুল কাদেরের শারীরীক অবস্থার উন্নতি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন।
ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্ব শেষ অবস্থা পর্যবেক্ষণে ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. দেবী শেঠির পরামর্শের অপেক্ষা করছিলাম আমরা।
ডা. দেবী শেঠি আজ দুপুর দেড়টায় বিএসএমএমইউ’র সিসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের চিকিৎসা পর্যবেক্ষণে এসে পৌঁছান।
ডা. কনক কান্তি বড়–য়া জানান, আমরা ডা. দেবী শেঠির পরামর্শের জন্য অপেক্ষা করছিলাম। ইতোমধ্যেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একটি দল ওবায়দুল কাদেরকে নেয়ার জন্য ঢাকায় অবস্থান করছে।
বাসস/এএসজি/এমএএস/এসই/১৫১০/কেজিএ