ভেনিজুয়েলায় ফেরার আগে ব্যাপক বিক্ষোভের ডাক গুয়াইদোর

215

কারাকাস, ৪ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো সোমবার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের ডাক জানিয়েছেন। এদিকে তিনি ল্যাটিন আমেরিকার মিত্র দেশগুলো সফরের এক সপ্তাহ পর তার দেশে ফেরার ঘোষণা দিলেন। খবর এএফপি’র।
বিশেষজ্ঞরা বলছেন, ভেনিজুয়েলায় তার পুন:উপস্থিতি মাদুরোর ক্ষেত্রে একটি তাৎক্ষণিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। ভ্রমণ নিষেধাজ্ঞা উপেক্ষা করায় তাকে গ্রেফতার করা বা তাকে নির্বিঘেœ দেশে ফেরার সুযোগ দেয়া হবে কিনা সে ব্যাপারে মাদুরো সিদ্ধান্ত নেবেন। তাকে গ্রেফতার করা হলে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বইছে। আর দেশে ফেরার সুযোগ দেয়া হলে সেটি হবে তার কর্তৃত্বের প্রতি বড় আঘাত।
গুয়াইদো রোববার টুইটারে এক বার্তায় লিখেছেন, ‘আমি দেশে আমার ফিরে আসার ঘোষণা দিচ্ছি। আমি কাল বেলা ১১টার সময় দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শনে ভেনিজুয়েলার জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
গুয়াইদো কখন দেশে ফিরবেন সেব্যাপারে তিনি কিছু বলেননি। উল্লেখ্য, ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ৫০টিরও বেশি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে।