বাসস বিদেশ-৪ : অস্ট্রেলিয়ায় স্মরণকালের উষ্ণতম গ্রীষ্মে ভয়াবহ দাবানল

157

বাসস বিদেশ-৪
অস্ট্রেলিয়া-আবহাওয়া
অস্ট্রেলিয়ায় স্মরণকালের উষ্ণতম গ্রীষ্মে ভয়াবহ দাবানল
মেলবোর্ন, ৪ মার্চ, ২০১৯ (বাসস ডেস্ক) : অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দাবানলের আগুন ওই এলাকার বাড়িঘরগুলোকে গ্রাস করেছে এবং লালরঙা আগুনের ফলে আকাশ রক্তবর্ণ ধারণ করেছে। দাবানল নিয়ন্ত্রণে প্রায় এক হাজার দমকল কর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটিতে স্মরণকালের ভয়াবহ উষ্ণ আবহাওয়া বিরাজ করছে।
দিনব্যাপী ওই অঞ্চলে দাবদাহের কারণে সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভিক্টোরিয়া রাজ্যজুড়ে দাবানল ছড়িয়ে পড়ে। এতে করে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যায়।
গত সপ্তাহের শেষ দিকে ভিক্টোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বুনিপ স্টেট পার্কে বজ্রপাতের মাধ্যমে দাবানলের সূত্রপাত ঘটে। এতে এখন পর্যন্ত ৬ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়ে গেছে।
কর্মকর্তারা বলেন, দাবানলে এখন পর্যন্ত বাড়িঘরসহ অন্তত নয়টি অবকাঠামোর ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা এন্ড্রু ক্লার্ক বলেন, ‘আমরা সবকিছু হারিয়েছি। আমাদের জীবিকা হারিয়েছি।’
ভিক্টোরিয়ার জরুরি ব্যবস্থাপনা কমিশনার এন্ড্রু ক্রিস্প বলেন, এখনো সংকট কেটে যায়নি।
শুক্রবার আবহাওয়া ব্যুরোর কর্মকর্তা লিনেট বেটিও বলেন, ‘চলতি গ্রীষ্মে যে গরম পড়েছে তা নজিরবিহীন।’
বাসস/কেএআর/১২৫৫/জুনা