বাসস দেশ-১ : ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শংকামুক্ত নন

145

বাসস দে-১
কাদের-স্বাস্থ্য
ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শংকামুক্ত নন
ঢাকা, ৪ মার্চ, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কা মুক্ত নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন চিকিৎসক।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান ডা. অধ্যাপক সৈয়দ আলী আহসান আজ সকালে সাংবাদিকদের জানান,‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল। তবে তিনি বিপদমুক্ত নন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসকদের নিভীড় পর্যবেক্ষণে এবং লাইফ সাপোর্টে রয়েছেন। তিনি বলেন, ‘আপাতত তাঁর চিকিৎসা দেশেই চলবে।’
গতকাল ফজরের নামাজের পর ওবায়দুল কাদেরের নি:শ্বাস নিতে কষ্ট হলে তাঁকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।
তাঁর হার্টে তিনটি ব্লক ধরা পড়ে এবং গতকাল সকালেই বিএসএমএমইউতে চিকিৎসকরা একটি ব্লক অপসারণ করেন। ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে মন্ত্রীকে প্রথমে বিএসএমএমইউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) নেয়া হয়। তারপর হাসপাতালের করনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তরিত করা হয়।
বাসস/টিএএন/অনু-কেজিএ/১১৫৫/জুনা