বাসস বিদেশ-৩ : বিরোধীদের বিক্ষোভ দমনের অভিযানের পরে মালির সরকারকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে ইইউ

230

বাসস বিদেশ-৩
মালি-বিক্ষোভ
বিরোধীদের বিক্ষোভ দমনের অভিযানের পরে মালির সরকারকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে ইইউ
ব্রাসেল, ৫ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) মত প্রকাশের স্বাধীনতায় সম্মান দেখানো এবং সংযম প্রদর্শনে মালি সরকারের প্রতি আহবান জানিয়েছে।
আগামী মাসে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বিরোধীদের বিক্ষোভে দমন চালিয়ে আহত ও সমাবেশ নিষিদ্ধ করার ঘটনার প্রেক্ষিতে সোমবার এক বিবৃতিতে ইইউ এ কথা বলেছে। খবর এএফপি’র।
বিবৃতিতে দেশটির নির্বাচনকালে মৌলিক স্বাধীনতার প্রতি বিশেষ করে বাকস্বাধীনতার প্রতি সম্মান জানানোর জন্য দেশটির প্রতি আহবান জানানো হয়।
বিবৃতিতে, বিরোধী দলের বিক্ষোভকারীদেরকে শান্তিপূর্ণ সমাবেশ করার পাশাপাশি আইন-শৃংখলা বাহিনীকে বিরোধীদের দমনে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়।
গত শনিবারের বিরোধী দলের বিক্ষোভ সমাবেশে আইন-শৃংখলা বাহিনীর হামলায় রাজধানী বামাকোতে কমপক্ষে ২৫ জন আহত হন।
ইইউ আশা প্রকাশ করে যে, মালির স্থিতিশীলতার জন্য ২৯ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ হওয়া প্রয়োজন।
আগামী নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ৭৩ বছর বয়সী সোমিরাই বাউবি মেইগার বিরুদ্ধে প্রায় ডজন খানেক প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ইইউ আগামী মাসের এ নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
বাসস/কেকে/১২২৫/এমএবি