বাসস ক্রীড়া-২১ : ভারতের আবেদন নাকচ করে দিলো আইসিসি

147

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-আইসিসি
ভারতের আবেদন নাকচ করে দিলো আইসিসি
নয়া দিল্লি, ৩ মার্চ ২০১৯ (বাসস) : গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানের সাথে সব ধরনের সর্ম্পক ছিন্ন করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আহবান নাকচ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
আইসিসিকে লেখা চিঠিতে বিসিসিআই বলেছিল, ‘যে দেশে সন্ত্রাসের লালন হয় সেই দেশের সঙ্গে সম্পর্ক রাখাটা সমস্যার।’
ইএসপিএন-এর খবর অনুযায়ী বোর্ডের সভায় শনিবার আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর জানিয়ে দেন, ‘ভারতের আবেদন মানা সম্ভব হচ্ছে না।’ মনোহর আরও বলেন, ‘আইসিসির আসল লক্ষ্য ক্রিকেট।’
আইসিসি প্রধান নির্বাহি ডেভিড রিচার্ডসন বলেন, ‘ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে যৌথ উদ্যোগে আইসিসি বিশ্বকাপের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা তৈরি করেছে। যাতে খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থকদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হয়।’
গত মাসে সিওএ কর্তা বিনোদ রাই বলেছিলেন, ‘ক্রীড়াঙ্গণ থেকে পাকিস্তানকে একঘরে করে দেওয়া উচিত।’
এমনকি আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার জোর দাবীও তুলেন ভারতের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা। কিন্তু ঐ তালিকায় ছিলেন না দুই লিটল মাস্টার সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকার। পাকিস্তানের বিপক্ষে খেলার পক্ষে গাভাস্কার-টেন্ডুলকার।
বাসস/এএমটি/১৯৩৫/স্বব