বাসস দেশ-২৬ : খালাফ হত্যা মামলায় সাইফুলের মৃত্যুদন্ড কার্যকর আজ রাতে

162

বাসস দেশ-২৬
সাইফুল-মৃত্যুদন্ড কার্যকর
খালাফ হত্যা মামলায় সাইফুলের মৃত্যুদন্ড কার্যকর আজ রাতে
গাজীপুর, ৩ মার্চ ২০১৯ (বাসস) : সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদ- আজ দিবাগত রাতে কার্যকর করা হবে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রোববার রাত ১০টায় তার মৃত্যুদন্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর।
তিনি জানান, রায় কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ জানান, মৃত্যুদন্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রয়েছেন।
২০১২ সালের ৫ মার্চ রাজধানীর গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। ঘটনার পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গুলশান থানায় একটি মামলা দায়ের করে।
এ মামলার রায়ে ৫ জনকে মৃত্যুদন্ড দেয়া হয়। পরে দন্ডপ্রাপ্ত আসামিরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে।
পরে ২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদন্ড বহাল রাখে। তিনজনের মৃত্যুদন্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদন্ড এবং অপর একজনকে খালাস দিয়েছেন আদালত।
দন্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুন বাগেরহাট জেলার শরণখোলা থানার মধ্যে খোন্তাকাটা এলাকার মৃত আবদুল মোতালেব হাওলাদারের ছেলে।
বাসস/সংবাদদতা/এফএইচ/১৯২৮/কেজিএ