বাসস দেশ-২৪
মুন্নুজান-মাদক
জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে : মুন্নুজান
খুলনা, ৩ মার্চ, ২০১৯ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, মাদকমুক্ত আগামী বাংলাদেশ গড়তে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে।
আজ খুলনার বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে ইমামদের সাথে মতবিনিময়সভা, প্রশিক্ষণার্থী ইমামদের মাঝে সনদ বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,ইমামরা পারে সমাজকে বদলে দিতে।সমাজকে বদলে দিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবারের জুম্মার খু’তবায় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের কুফল সম্পর্কে ইমামদের আলোচনা করারও আহবান জানান।
ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক শেখ মো: ফারুক আহমেদ,সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল ইসলাম, প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমানপ্রমুখ।
প্রতিমন্ত্রী অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পরে প্রতিমন্ত্রী দৌলতপুর ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এসএস/১৯০৮/কেকে