বাজিস-৫ : জয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

209

বাজিস-৫
জয়পুরহাট-দুর্নীতি প্রতিরোধ
জয়পুরহাটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
জয়পুরহাট , ৫ জুন, ২০১৮(বাসস) : সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক (অব:) আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন বগুড়া সমন্বিত কার্যালয়ের উপ পরিচালক আনোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী, সিভিল সার্জন ডা: হাবিবুল আহসান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অপূর্ব সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সেলিম শাহ্, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এ্যাড. নন্দকিশোর আগরওয়ালা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমূখ। জেলা পর্যায়ের সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা ওই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। দেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করছে দুর্নীতি উল্লেখ করে সভায় দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
বাসস/সংবাদদাতা/কেইউ/১২০১/নূসী