বাসস প্রধানমন্ত্রী-২ : ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী

153

বাসস প্রধানমন্ত্রী-২
প্রধানমন্ত্রী-কাদের
ওবায়দুল কাদেরকে দেখতে বিএসএমএমইউ-তে প্রধানমন্ত্রী
ঢাকা, ৩ মার্চ, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যান।
রাজশাহীতে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকায় ফিরে আজ বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
বিএসএমএমইউর উপাচার্য কনক কান্তি বড়–য়া প্রধানমন্ত্রীকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানান।
সিনিয়ির আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী, হাসানুল হক ইনু, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান প্রমুখ প্রধানমন্ত্রী সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী প্রায় ৪০ মিনিট হাসাপাতালে অবস্থান করেন।
এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়।
ডা. কনক কান্তি বড়–য়া সাংবাদিকদের জানান, ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। বর্তমানে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাসস/বিকেডি/আরজি/১৭১১/কেজিএ