বাসস দেশ-১০ : রাজধানীর কারওয়ান বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

122

বাসস দেশ-১০
অগ্নিকান্ড-ক্ষয়ক্ষতি
রাজধানীর কারওয়ান বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে
ঢাকা, ৩ মার্চ, ২০১৯ (বাসস) : রাজধানীর কারওয়ান বাজার রেলগেট সংলগ্ন বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ওই বস্তির দুইহাজার বর্গফুটের জায়গাজুড়ে বেশকিছু আধাপাকা টিনের ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকান্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বাসসকে জানান, আজ রোববার দুপুর ১২টা ১০মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৩১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে । পরে দুপুর ১টা ১০ মিনিটে সম্পূর্ণরুপে আগুন নির্বাপণ করা হয়।
বাসস/এমএমবি/১৬৩৪/কেজিএ