বাসস ক্রীড়া-১০ : দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের

137

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-গেইল
দ্বিপক্ষীয় সিরিজে ছক্কায় বিশ্বরেকর্ড গেইলের
সেন্ট লুসিয়া, ৩ মার্চ ২০১৯ (বাসস) : গতরাতে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজে ৩৯টি ছক্কা মেরেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ফলে কোন দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডটি এতোদিন দখলে রেখেছিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সাত ম্যাচের সিরিজে ২৩টি ছক্কা মেরেছিলেন রোহিত। ঐ সিরিজের শেষ ম্যাচে ২০৯ রানের দানবীয় ইনিংস খেলেন তিনি। তার ১৫৮ বলের ইনিংসে ১৬টি ছক্কা ছিলো।
ছক্কার বিশ্বরেকর্ড গড়া দ্বিপক্ষীয় সিরিজে, ৪ ইনিংসে ২টি করে সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতে ৪২৪ রান করেছেন গেইল। এটিও একটি রেকর্ড। পাঁচ ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েন গেইল।
বাসস/এএমটি/১৩৫৫/নীহা