বাসস দেশ-৬ : শিশু চলচ্চিত্র উৎসবে আজ ৩৭টি ছবি প্রদর্শিত হবে

168

বাসস দেশ-৬
শিশু-চলচ্চিত্র
শিশু চলচ্চিত্র উৎসবে আজ ৩৭টি ছবি প্রদর্শিত হবে
ঢাকা, ৩ মার্চ ২০১৯ (বাসস) : দ্বাদশ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র-২০১৯ উৎসব’ এর দ্বিতীয় দিনে আজ নগরীর চারটি ভ্যানুতে ৩৭টি ছবি প্রদর্শিত হচ্ছে । বাংলাদেশ চিলড্রেন্স ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসব চলবে ৮ মার্চ পর্যন্ত।
উৎসব কমিটি থেকে বাসসকে জানান হয়, কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রদর্শিত হবে ‘ ফøাইং ফিশেস ’ (জাপান), মাই বেষ্ট ফ্রেন্ড সুজ (ভারত ), ক্যাটলেক সিটি (জার্মানী), ম্যাজিক প্লেস (ইউএসএ), সারকিট (সুইজারল্যান্ড), স্পেস মাউন্টেন ( স্পেন), ব্লু (ইউএসএ), ড্রিম অব ময়না (বাংলাদেশ ), গ্লোল্ড ফিশ (গ্রিস), উই অল টুগেদার ( ইরান) ওয়ান ফাইন ডে (ভারত), ব্লু উইন্ড ব্লোজ (জাপান)।
ব্রিটিশ কাউন্ডিল মিলনায়তনে প্রদর্শিত হবে, সারকিট (সুইজারল্যান্ড), লিয়ানা (ব্রাজিল), মাই জিরাফ (ন্যাদারল্যাল্ড), প্যাটিট (স্পেন ), ক্যাটলেক সিটি (জার্মানি), নোয়েল ( স্পেন)। শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হবে, দ্য লাইন (ইটালী), খিলাউনা (ভারত), গ্রিড (মরক্কো), সাইলেন্স প্লিজ (নেপাল ), উইশ (ইরান), ব্লু (যুক্তরাষ্ট্র), এন্ডলেস (ইরান), স্কুল (ইরান) । জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শিত হবে , বাংলাদেশের ছবি পথের কোনায়, অনলাইন প্যারাসাইট, বুমেরাং, কলঙ্গ থেকে বাঁচা, অনুতাপ, আমরা বাঙালি ও অপারেশন চলচ্চিত্র।
গতকাল সন্ধ্যায় উৎসবের মূল ভ্যানু শাহবাগে গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসব উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এবারের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৩২টি দেশ অংশ নিচ্ছে। এ সব দেশের মোট ১৭৯টি শিশু চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উদ্বোধনী দিনে ১১টি ছবি প্রদর্শিত হয়।
প্রতিদিন সকাল ১১ টা, দুপুর ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টায় উৎসবের ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত।
বাসস/এইচএ/১৩৪৫/এমএবি